বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পিন্টু ও  প্রীতি

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পিন্টু ও  প্রীতি

ঋষি প্রজাপতির আশীর্বাদে মঙ্গল সংখ্যার মাঙ্গলিক সানাইয়ের সুরে সুর মিলিয়ে অগ্নি দেবতা কে সাক্ষী রেখে শাঁখা-সিঁদুর ও ফুল চন্দনের পবিত্রতায় পুরোহিতের পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ এর মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পিন্টু দাস ও  প্রীতি রানী। বরিশাল নাজিরা পুল এলাকার শ্রী শ্যামল দাসের পুত্র পিন্টু দাস। গত সোমবার (১৩ ডিসেম্বর) নারায়ন গঞ্জের পাগলা বাজারে কনের বাড়িতে বিবাহ সম্পন্ন হয়।

জানা গেছে, পিন্টু দাস বরিশালের মৎস্য আরতদার অ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপকের দ্বায়িত্ব পালান করছেন। এছাড়া বরিশালের সাংস্কৃতিক অঙ্গনেও তার বেশ সুনাম রয়েছে। বিগত দিনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের দ্বয়িত্বও পালন করছেন।

এদিকে, পিন্টু দাস শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস পূজা উদযাপন পরিষদের ৪ বছর ধরে সাধারণ সম্পাদকরে দ্বায়িত্ব পলন করে আসছেন।

বিবাহ নিয়ে কবি ও সাহিত্যকরা বলে গেছেন অনেক কাথা তার মধ্যে জন লাইলি বলেছেন- ‘বিবাহ স্বর্গে তৈরি হয়, পৃথিবীতে সম্পন্ন হয়।’  বিবাহ একটি সামাজিক বন্ধন। যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণ ভাবে বিবাহ এমন যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক সামাজিক ভাবে স্বীকৃতি লাভ করে।